North Bengal | বিপর্যস্ত উত্তরে মৃত বেড়ে ২৮, কাল আসছেন মুখ্যমন্ত্রী

North Bengal | বিপর্যস্ত উত্তরে মৃত বেড়ে ২৮, কাল আসছেন মুখ্যমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রবল বর্ষণ এবং ভূমিধসের জেরে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই এলাকা বর্ষণে ক্ষতির মুখে পড়েছে। নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ থেকেও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মিরিকে মৃত্যু হয়েছে ৯ জনের। সুখিয়াপোখরি থেকেও পাওয়া গিয়েছে মৃত্যুর খবর। পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। দুধিয়ায় লোহার সেতু ভেঙে দার্জিলিং, মিরিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, কোচবিহার, দিনহাটার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে।

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আলিপুরদুয়ার জেলাও। বক্সা টাইগার রিজার্ভের সমস্ত সাফারি বাতিল করা হয়েছে। শালকুমারহাটের শিসামারা নদীর বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে নেপালিবস্তি, নতুনপাড়া, জলদাপাড়া বাজারে। প্রায় এক হাজার বাসিন্দা জলবন্দি। কামাখ্যাগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন। দুর্যোগের জেরে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এর পাশাপাশি মহানন্দা নদীতে (Mahananda River) প্রবল জলস্ফীতিতে গতকাল রাত থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকা (Siliguri)। জলের তোড়ে এই এলাকায় ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি। উত্তরের জেলাগুলিতে এই বিপর্যয়ের আবহেই, উপদ্রুত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *