Nora Fatehi Seen Crying At The Airport

Nora Fatehi Seen Crying At The Airport

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো পোশাক। চোখে রোদচশমা। কিন্তু তাতেও আড়াল হল না চোখের জল। রবিবার মুম্বই বিমানবন্দরে কাঁদতে দেখা গেল নোরা ফতেহিকে। সোশাল মিডিয়ায়ই ছড়িয়ে পড়েছে সেই ছবি। কিন্তু কেন চোখে জল অভিনেত্রীর? তা স্পষ্ট নয়।

রবিবার মুম্বই বিমানবন্দরে যান নোরা ফতেহি। পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট। চোখে কালো রোদচশমা। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভিতরে এগিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে দেখে ছুটে যান পাপারাজ্জি ও অনুরাগীরা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছবি তোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু দেহরক্ষী তাঁদের সরিয়ে দেন। অত্যন্ত দ্রুতগতিতে ভিতরে চলে যান নোরা। সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে নোরার চোখের জল। রোদচশমাও আড়াল করতে পারেনি তা।

 

কিন্তু কেন কাঁদলেন অভিনেত্রী? এই ঘটনার কিছুক্ষণ আগেই নোরা তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ মুসলিম ধর্মাবলম্বীরা মৃত্যুর খবরেই একথা বলেন। সেই কারণেই মনে করা হচ্ছে প্রিয়জনকে হারিয়েছেন নোরা। আর সেই কারণেই চোখে জল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *