উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ইংল্যান্ডের অনূর্ধ-১৯ দলের বিরুদ্ধে ভারত জিতেছে ৬ উইকেটে। আর সেই ম্যাচেই ১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতের বৈভব সূর্যবংশী। তবে ইংল্যান্ডের অনূর্ধ-১৯ দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তাঁর এই দ্রুত গতির ইনিংসের পাশাপাশি অন্য একটি কারণেও নেটিজেনদের নজর কেড়েছেন বৈভব।
এদিনের ম্যাচে বৈভব খেলতে নেমেছিল ১৮ নম্বর জার্সি পরে। প্রসঙ্গত, ১৮ নম্বর জার্সি পরেন বিরাট কোহলি। যার ফলে নেটিজেনরা বৈভবের সঙ্গে তুলনা টানা শুরু করেছেন কিং কোহলির। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুকেশ কুমার এই ১৮ নম্বর জার্সি পরায় তৈরি হয়েছিল বিতর্ক। তবে বৈভবের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। নেটিজেনদের অনেকেরই বিশ্বাস যে, আগামী দিনে বিরাটের জায়গা নিতে পারে বৈভব।
এদিনের ম্যাচের পর সমাজমাধ্যমে দুটি ছবিও পোস্ট করেন বৈভব। যেখানে একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে দলের স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট মঙ্গেশ গায়কোয়াডের সঙ্গে। সমাজমাধ্যমে বৈভবের এই পোস্টটিও নজর কেড়েছে নেটনাগরিকদের।