NJP Station | দেখভালের অভাবে বেহাল মডেল ইঞ্জিন

NJP Station | দেখভালের অভাবে বেহাল মডেল ইঞ্জিন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পারমিতা রায়, শিলিগুড়ি: রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থা এনজেপি স্টেশনের (NJP Station) একপাশে থাকা মডেল ইঞ্জিনটির। এনজেপির সৌন্দর্যায়নের জন্য ওই মডেলটি বসানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেটি আগাছায় ভরে গিয়েছে। এমনকি মডেলটির আশপাশের গাছগুলির কিছু অংশ ওই মডেলের ওপর পড়ে রয়েছে। মডেলের এমন অবস্থা দেখে এনজেপিতে আসা যাত্রী ও পর্যটকরা হতাশ। তাঁদের কথায়, প্রথমদিকে মডেল ইঞ্জিনের জায়গাটি আলো দিয়ে সাজানো থাকত। ফলে দেখতে খুব সুন্দর লাগত। এখন আর সেই সৌন্দর্য নেই। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কেকে শর্মা বলেন, ‘ইঞ্জিনটি নতুন করে সংস্কার করা হবে।’

কয়েক বছর আগে রেলের তরফে এই মডেল ইঞ্জিনটি বসানো হয়েছিল। ধীরে ধীরে ইঞ্জিনের সামনের জায়গাটি সাধারণ মানুষের কাছে সেলফি তোলার জায়গা হয়ে গিয়েছিল।

শনিবার ওই মডেল ইঞ্জিনটির সামনে যেতে বেহাল পরিস্থিতি নজর পড়ল। ইঞ্জিনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা। তার মধ্যে আগাছা গজিয়ে উঠেছে। ওই আবর্জনা এবং আগাছা পরিষ্কার করার কেউ নেই। এমনকি ইঞ্জিনের চারপাশে লাগানো লাইটগুলিও বিকল হয়ে গিয়েছে। কাজের সূত্রে নিয়মিত এনজেপি স্টেশনে যাতায়াত করেন অনিল বিশ্বাস। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রেলস্টেশনের পুনর্নির্মাণ করা হচ্ছে। তবে সৌন্দর্যায়নের যে জায়গাগুলি রয়েছে, তা দেখভাল করা প্রয়োজন। কিন্তু সেদিকে কারও নজর নেই।’

এদিন কলকাতা থেকে এনজেপিতে এসে ইঞ্জিনটির এমন অবস্থা দেখে হতাশ হয়ে যান প্রতিমা দাস। তিনি বলেন, ‘শেষবার যখন এই ইঞ্জিনটি দেখেছিলাম, তখন পরিবারের সদস্যরা মিলে একটি ছবিও তুলেছিলাম এই জায়গায়। কিন্তু এবার আর ওই জায়গায় ছবি তোলার মতো পরিস্থিতি নেই।’ সাধারণ মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল জায়গাটি। ইঞ্জিনটি যাতে রক্ষণাবেক্ষণ করা হয়, সেই দাবি উঠেছে বিভিন্ন মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *