উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের (Bihar meeting polls) আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এবার থেকে রাজ্যের সকল গ্রাহকই মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন (Free electrical energy)। আগামী ১ অগাস্ট থেকেই প্রত্যেকে বিনামূল্যের এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা শুরু থেকেই সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ১ অগাস্ট থেকে অর্থাৎ জুলাই মাসের বিল থেকেই রাজ্যের কোনও গ্রাহককেই ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না।’ এই সিদ্ধান্তের ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে বলেও জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, কোনও পরিবারের সম্মতিতে তাঁদের ছাদে বা আশেপাশের কোনও জায়গায় সৌর প্যানেল বসানো নিয়ে বিহার সরকারের সিদ্ধান্ত সম্পর্কেও জানিয়েছেন নীতীশ। আগামী তিন বছরের মধ্যেই তাপবিদ্যুতের ব্যবহার কমাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’-এর অধীনে অত্যন্ত দরিদ্র পরিবারের বাড়িতে সৌর প্যানেল স্থাপনের জন্য সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। বাকিদেরও যথাযথ সাহায্য করা হবে বলেও জানিয়েছেন জেডিইউ নেতা।
উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে, সম্ভবত অক্টোবর বা নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। তবে ভোটমুখী বিহারের জনগণের মন জয় করতে ইতিমধ্যেই একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সে রাজ্যের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলেও ঘোষণা করেছেন। এছাড়াও ছাত্রসমাজের সুবিধার্থেও প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি।