Nitish Kumar | জাতীয় সংগীতের সময় মশকরা, নীতীশকে কটাক্ষ তেজস্বীর

Nitish Kumar | জাতীয় সংগীতের সময় মশকরা, নীতীশকে কটাক্ষ তেজস্বীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পাটনা: বাজছে জনগণমন-র সুর। সেদিকে যেন ভ্রূক্ষেপই নেই নীতীশ কুমারের (Nitish Kumar)। তিনি মশগুল পাশের ব্যক্তির সঙ্গে হাসি-মশকরায়। এমনই এক ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হল বিহারের মুখ্যমন্ত্রীকে। নীতীশের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেছেন তেজস্বী যাদব (Tejaswi Yadav)। বিহার বিধানসভার বিরোধী দলনেতা সরাসরি বলেছেন, ‘শারীরিক বা মানসিকভাবে আপনি স্থিতিশীল নন, নীতীশ কুমার!’

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে ‘স্পিক টকর ওয়ার্ল্ড কাপ ২০২৫’ উদ্বোধনের সময়। ছয় দিনব্যাপী এই খেলার আসরে ২০টি দেশ অংশ নিচ্ছে। সেখানেই জাতীয় সংগীত চলাকালীন নীতীশ কুমারের ‘অদ্ভুত’ আচরণ নজরে আসে।

তেজস্বী ওই ঘটনার ভিডিও এক্স-এ ভাগ করে লিখেছেন, ‘আপনি প্রতিদিন মহিলাদের, যুব সমাজের, পড়ুয়া ও প্রবীণদের অপমান করছেন। অন্তত জাতীয় সংগীতের অপমান করবেন না!’ রাজ্য বিধান পরিষদের বিরোধী দলনেত্রী রাবড়ি দেবী শুক্রবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন। তিনি বলেন, নীতীশ কুমার আর মানসিক বা শারীরিকভাবে রাজ্য পরিচালনার উপযুক্ত নন। তাঁর কথায়, ‘নীতীশ কুমারকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। বরং তিনি এই দায়িত্ব নিজের ছেলে নিশান্ত কুমার বা অন্য কাউকে দিতে পারেন।’

ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন নীতীশ পাশে দাঁড়ানো প্রাক্তন মুখ্যসচিব দীপক কুমারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। দীপক মুখ্যমন্ত্রীকে সতর্ক করার পরেও তিনি থামেননি। উলটে লোকজনকে হাতজোড় করে সম্ভাষণ জানাতে থাকেন। তাঁকে দেখা যায় হাততালি দিতেও। নীতীশের আচরণে দৃশ্যতই হতবাক হয়ে পড়েন উপস্থিত মন্ত্রী ও আমলারা।

এর আগেও মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে হাততালি দেওয়ার জন্য নীতীশকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার জাতীয় সংগীতের সময় এমন আচরণ বিতর্ক আরও উসকে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *