Nita Ambani | বুমরাহ-হার্দিককে ‘আবিষ্কারের’ দাবি নীতা আম্বানির

Nita Ambani | বুমরাহ-হার্দিককে ‘আবিষ্কারের’ দাবি নীতা আম্বানির

ভিডিও/VIDEO
Spread the love


বস্টন: ভারতীয় ক্রিকেটের নার্সারি মুম্বই ইন্ডিয়ান্স। যে নার্সারি দেশকে উপহার দিয়েছে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, তিলক ভার্মার মতো তারকাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বস্টনে এমনই দাবি করেছেন ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি। যুক্তি, ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভা তুলে আনা, তাঁকে সময়, সুযোগ দিয়ে তৈরি করার ওপর বরাবরই জোর দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তারই সুফল বুমরাহ-হার্দিকরা।

গত এক দশকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের চমকপ্রদ সাফল্যের অন্যতম কারিগর এই খুঁজে আনা তারকারাই। নীতা বলেছেন, ‘দল তৈরিতে আমাদের বাজেট নির্দিষ্ট। এর বেশি কোনও দল খরচ করতে পারবে না। সেক্ষেত্রে প্রতিভা অন্বেষণে নতুন পন্থা নিতে হয়েছে আমাদের। শুধুমাত্র বড় নাম নয়, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে দলে নেওয়া অগ্রাধিকার পেয়েছে।’

শুনিয়েছেন হার্দিক-ক্রুণালের মতো ‘হিরে’ খুঁজে পাওয়ার গল্প। নীতা বলেছেন, ‘আমি, আমার স্কাউটরা প্রতিটি রনজি ট্রফির ম্যাচে হাজির থাকি। হয়তো এমন ম্যাচে গিয়েছি, যেখানে কাক ছাড়া কেউ নেই গ্যালারিতে। এভাবেই দুজন রোগাপাতলা চেহারার ইয়াং ক্রিকেটারকে পাওয়া। ওদের সঙ্গে কথা বলি আমি। ওরা জানায়, শেষ তিন বছর টাকার অভাবে নাকি প্র্যাকটিসে শুধু ম্যাগি খেয়ে কাটিয়েছে। কিন্তু ওদের মধ্যে আবেগ, বড় কিছু করে দেখানোর খিদেও দেখেছিলাম। সেই দুই ভাই হল হার্দিক ও ক্রুণাল। ২০১৫ সালে হার্দিককে ১০ হাজার ডলারে নিয়েছিলাম। আজ দলের অধিনায়ক।’

পরের বছর মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে আইপিএলে পা রাখেন বুমরাহ। নীতা বলেছেন, ‘পরের বছর আমাদের স্কাউটরা অদ্ভূতুড়ে বোলিং অ্যাকশনের এক বোলারকে খুঁজে পায়। রোগাপাতলা, বলকে কথা বলাতে পারে। কিংবদন্তি লসিথ মালিঙ্গা ও আমি ওর বোলিং দেখতে গেলাম। মালিঙ্গা বলেছিল, নজরে রাখুন একে। আর এই বোলার আমাদের বুমরাহ। বাকিটা ইতিহাস। গতবছর এই তালিকায় তিলক ভার্মা। এখন জাতীয় দলের সদস্য। সেদিক থেকে যথার্থ অর্থেই ভারতীয় ক্রিকেটের নার্সারি বলা যায় মুম্বই ইন্ডিয়ান্সকে।’

The submit Nita Ambani | বুমরাহ-হার্দিককে ‘আবিষ্কারের’ দাবি নীতা আম্বানির appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *