নিশিগঞ্জ : বিয়ের দাবিতে সন্তান সহ প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের ছন্নমাদার গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ছন্নমাদারের এক গৃহবধূ তাঁর সন্তানকে নিয়ে গ্রামেরই এক তরুণের বাড়িতে ধর্নায় বসেন। বধূর দাবি, তাঁর সঙ্গে তরুণের ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একথা জানতে পেরে স্বামীও তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।একমাস ধরে বাপের বাড়িতে থাকছিলেন ওই মহিলা। প্রেমিক তাঁকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরিবারের তরফে তরুণকে অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোর চলছিল।
এ খবর জানতে পেরে ওই বধূ ধর্নায় বসেছেন। তাঁর অভিযোগ, তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন প্রেমিকের পরিবারের লোকেরা। অন্যদিকে, তরুণ বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁর মায়ের পালটা অভিযোগ, ‘ওই মহিলা আমার ছেলেকে ফাঁসাতে চাইছেন।’
বৃহস্পতিবার সকালে এ খবর চাউর হতেই প্রতিবেশীদের ভিড় জমে যায়। ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে এলাকায়।