Nigeria Tanker Explosion | নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ৭০

Nigeria Tanker Explosion | নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ৭০

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে নাইজার রাজ্যের সুলেজা এলাকার কাছে একটি গ্যাসোলিন ট্যাংকারে বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাংকার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুদূর থেকে তার শব্দ শোনা যায়।

আবুজার একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ট্যাংকার থেকে অন্য ট্রাকে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করেছিলেন কর্মীরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার তরফে হুসাইনি ইসাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, যাঁরা জ্বালানি স্থানান্তর করছিলেন এবং সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত বছর সেপ্টেম্বরেও দেশটিতে ট্যাংকার বিস্ফোরণে হয়েছিল। সেদিন জ্বালানি ট্যাংকারের সঙ্গে গবাদিপশু বহনকারী ট্রাকের সংঘর্ষে কেঁপে উঠেছিল আশপাশের এলাকা। ওই ঘটনায় ৪৮ জন নিহত হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *