NH 10 | ৩ দিনের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক, বিকল্প কোন রাস্তার কী অবস্থা? জানুন লেটেস্ট আপডেট..

NH 10 | ৩ দিনের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক, বিকল্প কোন রাস্তার কী অবস্থা? জানুন লেটেস্ট আপডেট..

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দিল প্রশাসন। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।  সেবক থেকে সিকিম ও কালিম্পংগামী এই সড়কের বর্তমানে বৃষ্টি ও ধসের জেরে বেহাল অবস্থা। শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা ও শ্বেসিঝোরা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে যায়।  ফলে বিপদের কথা মাথায় রেখে রাস্তাটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জানা গেছে, সিকিমের রংপো থেকে শিলিগুড়ি রাস্তা শ্বেতিঝোরায় অবরুদ্ধ হয়ে রয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটি কাটারার কাছে ধস নেমে অবরুদ্ধ হয়ে রয়েছে। সেই ধস সরানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত রংপো থেকে কার্সিয়ং, দার্জিলিং হয়ে শিলিগুড়ি রুটে শুধুমাত্র ছোট যানবাহনই চলাচল করতে পারছে। রংপো থেকে মেল্লি রাস্তা খোলা রয়েছে। এই পথে মেল্লি হয়ে দক্ষিণ সিকিমের সঙ্গে সংযোগ স্থাপণ করা যাবে।  তবে লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং ও লাভা থেকে শিলিগুড়ি ভায়া গরুবাথান রাস্তা খোলা রয়েছে। তবে লাভা থেকে লোলেগাঁও ও লাভা থেকে রেশি হয়ে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে বলেই খবর। এই পরিস্থিতিতে কালিম্পং পুলিশের তরফেও গ্যাংটক যাওয়ার জন্য ৩ টি বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। সেগুলি হল

১) শিলিগুড়ি থেকে জোরবাংলো-তিস্তাবাজার-রংপো হয়ে গ্যাংটক পর্যন্ত রাস্তা।

২) শিলিগুড়ি থেকে সেবক বাগরাকোট লাভা আলগারা রংপো হয়ে গ্যাংটক রাস্তা (717-A)।

৩) শিলিগুড়ি-সেবক-ডামডিম-গরুবাথান-লাভা-আলগারা-রংপো হয়ে গ্যাংটক রাস্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *