শিলিগুড়ি : প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গতকাল রাত থেকেই এই রাস্তার বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করে। ব্যাহত হয় যান চলাচল। শ্বেতঝোরা, সেলফি দারা, বিড়িক দারা, লিখুভির, মেল্লি ভালুখোলার মতো এলাকায় পাহাড় থেকে পাথর ও কাদা নেমে আসে। জানা গিয়েছে, প্রশাসনের তরফ থেকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা হয়েছে। আপাতত রাস্তা দিয়ে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করছে।