New Pope | অপেক্ষার অবসান, নতুন পোপ হিসেবে নির্বাচিত হলেন রবার্ট পিভোস্ট

New Pope | অপেক্ষার অবসান, নতুন পোপ হিসেবে নির্বাচিত হলেন রবার্ট পিভোস্ট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। নতুন পোপ (New Pope) হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Robert Francis Prevost) । মার্কিন কার্ডিনালদের মধ্যে নির্বাচিত হলেন তিনি। এই প্রথম মার্কিন নাগরিক হিসেবে তিনি পোপ হওয়ার নজির গড়লেন। তাঁকে পোপ লিও নামে ডাকা হবে। এপ্রিলে প্রয়াত হন পোপ ফ্রান্সিস। তাঁর জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন তা নিয়েই বুধবার থেকে ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে জড়ো হন ক্যাথিড্রালরা। বৃহস্পতিবার তাঁরাই পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হিসেবে নির্বাচিত করেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্টকে। পোপ হিসেবে নির্বাচিত হতেই তিনি রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট প্রথমবারের মতো উপস্থিত হন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে বাসিন্দাদের অভিবাদন জানান।

রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। ৬৯ বছর বয়সি রবার্ট প্রিভোস্ট জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পেরুর মিশনারিতে। ২০২৩ সালে তিনি কার্ডিনাল হন। এবার পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হিসেবে নির্বাচিত হলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৭৫০ বছর ধরে একই পদ্ধতিতে পোপ নির্বাচন করা হয়। এককালে ভ্যাটিকানে এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকা কার্ডিনালরা বহির্জগতের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতেন নতুন পোপ নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত। এখন মোবাইল, ক্যামেরা বাইরে রেখে নিজেদের ঘরে ঢুকতে হয়। এবছর ৭০ দেশ থেকে ১৩৩ জন কার্ডিনাল পৌঁছেছিলেন ভ্যাটিকানে। ভারতের ৪ জনও ভ্যাটিকানে উপস্থিত ছিলেন, যাঁদের ভোটাধিকার রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *