উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৬ দিন ধরে নিখোঁজ থাকার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দেহ মিলল দিল্লির এক ফ্লাইওভারের নীচ থেকে। স্নেহা দেবনাথ নামের ওই ছাত্রী ত্রিপুরার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার জন্য দিল্লিতে এসেছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবারের লোক ছাত্রীটির দেহ শনাক্ত করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেহটি ময়নারদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত ৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন স্নেহা। শেষ তাঁকে দেখা গিয়েছিল দিল্লির সিগনেচার সেতুর কাছে। তাঁর খোঁজে এই ৬ দিন ধরে হন্যে হয়ে ঘুরছিল তাঁর পরিবার। অবশেষে আজ উদ্ধার হল তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, স্নেহার হাতে লেখা একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। যার দরুন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, এটি একটি আত্মহত্যার ঘটনা।