New Delhi | মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি! কিন্তু কেন?

New Delhi | মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি! কিন্তু কেন?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে সোমবার দেখা মিলল বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কিন্তু হঠাৎ সংসদ ভবনের সাউথ ব্লকে কেনই বা আগমন এই দুজনের? পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দেশে। সেই আবহে এমন ঘটনায় প্রশ্ন তো উঠবেই। তবে কি এর সঙ্গে যোগ রয়েছে পহেলগাঁও কাণ্ডের? তবে কি তৈরি হচ্ছে প্রত্যাঘাতের ব্লু প্রিন্ট?

ঘটনা একেবারেই তা নয়। জানা গিয়েছে, সিবিআই-এর পরবর্তী প্রধান বাছাইয়ের জন্যই এদিন মোদির সঙ্গে বৈঠক করেন রাহুল এবং সঞ্জীব। প্রসঙ্গত, বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৫ মে। ২০২৩ সালের মে মাসে সুবোধ কুমার জয়সওয়ালের জায়গায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্ব গ্রহণ করেছিলেন ১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের এই আইপিএস কর্তা। এবার তাঁর জায়গায় কে হবেন পরবর্তী সিবিআই প্রধান সেটা ঠিক করতেই আজকের এই বৈঠকের আয়োজন, এর সঙ্গে আদৌও পহেলগাঁও কাণ্ডের কোনও যোগসূত্র নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *