New Delhi | দিল্লিতেও এবার চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত, সারা দেশে বাদ শুধু বাংলা

New Delhi | দিল্লিতেও এবার চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত, সারা দেশে বাদ শুধু বাংলা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: বাকি রইল শুধুমাত্র পশ্চিমবঙ্গ। শনিবার থেকে দিল্লিতেও চালু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের আয়ুষ্মান ভারত প্রকল্প। আপ সরকার ক্ষমতায় থাকাকালীন জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সেই আক্ষেপ মিটিয়ে দিল দিল্লিতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় আসা বিজেপির নেতৃত্বাধীন সরকার। জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর জন্য এদিন কেন্দ্রের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃ‌ত্বাধীন দিল্লি সরকার। এই নিয়ে দেশের মোট ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। পশ্চিমবঙ্গে ওই প্রকল্পটি চালু করতে না পারার জন্যও আক্ষেপ করেছিলেন মোদি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক তৃণমূল বারবার দাবি করেছে, আয়ুষ্মান ভারতের তুলনায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। এদিন দিল্লি সরকার এবং ন্যাশনাল হেলথ অথরিটির মধ্যে মউ স্বাক্ষরের সময় হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ১০ এপ্রিল থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগীদের কার্ড বিতরণ শুরু হবে। এই প্রকল্পে যোগ্য পরিবারগুলি বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবে। এর মধ্যে ৫ লক্ষ টাকা দেবে দিল্লি সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *