উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আকস্মিক বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার কার্যত ‘স্তব্ধ’ হয়ে গেল দেশের রাজধানী দিল্লি। শহরের বিস্তীর্ণ এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রধান সড়কগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল থেকে শুরু হওয়া এই টানা বর্ষণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। বিশেষত, আন্ডারপাসগুলির পরিস্থিতি ছিল ভয়াবহ। দৃশ্যত দেখা যায়, জাকিরা আন্ডারপাস (Zakhira underpass) সম্পূর্ণ জলে ডুবে গেছে। হাঁটু জল ঠেলে জীবনের ঝুঁকি নিয়ে কোনওমতে যাতায়াত করছেন সাধারণ পথচারীরা।
বৃষ্টির প্রভাব শুধু সড়কপথেই সীমাবদ্ধ থাকেনি। বিমান পরিষেবাতেও নেমে এসেছে সমস্যার ছায়া। একাধিক বিমান সংস্থা, যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সূচিতে সাময়িক বিলম্ব বা বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।