Nepal Social Media Ban | বিক্ষোভের মুখে পিছু হটল ওলি সরকার, অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Nepal Social Media Ban | বিক্ষোভের মুখে পিছু হটল ওলি সরকার, অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিক্ষোভের মুখে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেপালের কেপি শর্মা ওলি সরকার। সোমবার রাতেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। তার পরই দেশটিতে ফের অ্যাক্টিভ হয়েছে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ। নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানান, সরকারের তরফে রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেপালের জেন জি-রা (তরুণ প্রজন্ম)।

ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ ২৬ ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ (যদিও টিকটকে নিষেধাজ্ঞা ছিল না) হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। এর প্রতিবাদ আন্দোলনে নেমেছে দেশটির তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রথমে অনলাইনে প্রতিবাদ শুরু হলেও দ্রুত তা গণ-আন্দোলনের রূপ নেয়। সোমবার রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) সংসদ ভবনের সামনে বিক্ষোভে শামিল হন হাজার হাজার তরুণ-তরুণী। বিক্ষোভকারীদের ঠেকাতে চলে জলকামান, লাঠিচার্জও করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কার্ফিউ জারি করা হয়। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত হিংসায় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০-র বেশি।

বিক্ষোভকারীদের অনেকেই বলছেন, এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার জন্য নয়। ওলির আমলে দেশে বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। লাগামছাড়া দুর্নীতি চলছে। এসবের প্রতিবাদেই তাঁদের আন্দোলন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *