NDA | দীর্ঘ বিরতির পর এনডিএ সংসদীয় দলের বৈঠক আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

NDA | দীর্ঘ বিরতির পর এনডিএ সংসদীয় দলের বৈঠক আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর আজ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এর সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সেই আবহেই অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক।

রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে লাগাতার বিরোধী দলের প্রতিবাদের কারণে তা কার্যত অচল হয়ে রয়েছে। বিহারে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (Particular Intensive Revision) বিরুদ্ধে বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত অধিবেশন মূলত ভেস্তে গেছে, শুধুমাত্র পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দুই দিনের আলোচনা ছাড়া।

উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। আগামী ৭ অগাস্ট থেকে উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ২১ অগাস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এবং ওইদিনই সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) শেষ হওয়ার কথা। তার আগেই এনডিএ-কে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। যদি বিরোধীরাও কোনও প্রার্থীকে মনোনীত করে, তাহলে ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি একাধিক গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক ইস্যুতে কথা বলতে পারেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ, পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো বিষয়গুলি। পাশাপাশি, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে সরকারের সামরিক পদক্ষেপের জন্য সংসদীয় দল আজ প্রধানমন্ত্রীকে সংবর্ধনাও জানাতে পারে বলে খবর রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *