উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে (C P Radhakrishnan) উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা কলল এনডিএ (NDA)। ভারতীয় জনতা পার্টি (Bjp) রবিবার এই ঘোষণা করে। উপরাষ্ট্রপতি (Vice President) পদে প্রার্থী নির্বাচনের জন্য দলের পছন্দ চূড়ান্ত করার জন্য বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করে বিজেপির সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) জানিয়েছেন, ‘রাজনীতিতে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে ওনার, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলেছেন।’
চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণণ ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। রাধাকৃষ্ণণ তার রাজনৈতিক কেরিয়ারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৩১ জুলাই, ২০২৪ তারিখে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ থেকে ৩০ জুলাই, ২০২৪ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মার্চ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল এবং মার্চ থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে দুবার পর তিনি লোকসভায় কোয়েম্বাটুরের প্রতিনিধিত্ব করেন। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) এবং ভারতীয় জনসংঘের হাত ধরেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়।