NC raps Suvendu Adhikari for telling vacationers to skip Kashmir

NC raps Suvendu Adhikari for telling vacationers to skip Kashmir

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর কাশ্মীরে ঘুরতে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। চাপে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্বও।এনিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল আগেই সরব হয়েছে। এবার শুভেন্দু-মন্তব্যের তীব্র নিন্দা জানাল সে রাজ্যে ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্স। দলের মুখপাত্র তথা বিধায়ক তানভির সিদ্দিক শুভেন্দুর এমন মন্তব্যকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন বাংলার বিরোধী দলনেতা। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থমকে গিয়েছে জম্মু ও কাশ্মীরের পর্যটন ব্যবস্থা। তারপর থেকে পর্যটকদের উপত্যকায় ফেরার একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে। চেনাব ব্রিজের উদ্ধোধন গিয়ে তেরঙ্গা উড়িয়ে প্রধানমন্ত্রীও সেই বার্তাই দিয়েছিলেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল, কাশ্মীরের পর্যটনকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এরইমধ্যে গত বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বাংলায় এসে কাশ্মীরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চিন্তে কাশ্মীরে ঘুরতে যাওয়ার কথা বলেছেন। সেই সময়ই হিন্দু বাঙালিকে কাশ্মীর যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিতর্ক তৈরি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কাশ্মীরে যেতে হলে জম্মুতে যান। যেখানে মুসলিমের সংখ্যা বেশি সেখানে যাবেন না।” বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। শুভেন্দুর এমন মন্তব্যের তীব্র বিরোধীতা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আর এবার ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভির সিদ্দিক সোশাল মিডিয়া পোস্টে  শুভেন্দুকে কার্যত তুলোধোনা করলেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এটা খুবই হতাশাজনক। যে সময় দাঁড়িয়ে গোটা দেশের মানুষ জম্মু ও কাশ্মীরের সঙ্গে রয়েছেন। ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বিদ্বেষ, বিভেদ ভরা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছেন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *