NBSTC | পুজোর মাসেই বেতন বাড়বে এনবিএসটিসি-র প্রায় পাঁচশো অস্থায়ী কর্মীর

NBSTC | পুজোর মাসেই বেতন বাড়বে এনবিএসটিসি-র প্রায় পাঁচশো অস্থায়ী কর্মীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: পুজোর আগেই পুজোর উপহার। পাঁচশো টাকা করে মাসিক বেতন বাড়ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) (NBSTC) প্রায় পাঁচশো অস্থায়ী কর্মীর। এর মধ্যে তিনশো নিরাপত্তারক্ষী এবং বাকি দুশো শ্রমিক হিসেবে কর্মরত। তাঁরা পুজোর মাসের শুরুতেই বাড়তি বেতন হাতে পাবেন। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতে বেতন বৃদ্ধি হবে আরও দেড় হাজার টাকা। তবে এখনই বেতন বৃদ্ধি হচ্ছে না অস্থায়ী কনডাক্টর ও মেকানিকদের। বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পরিবহণ সংস্থাটির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বর্তমানে নিরাপত্তারক্ষী ও শ্রমিকরা মাসে ৯ হাজার ৫০০ টাকা করে সাম্মানিক পাচ্ছেন। ৫০০ টাকা করে বাড়ার ফলে তাঁদের সাম্মানিক বেড়ে দাঁড়াবে ১০ হাজার টাকা। সেপ্টেম্বর মাস থেকেই তাঁরা নতুন হারে সাম্মানিক পাবেন বলে জানান চেয়ারম্যান। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যের নিয়ম মেনে তাঁরা সাড়ে ১১ হাজার টাকা করে পাবেন বলেও তিনি জানান। সাম্মানিক বা বেতন বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কর্মরত এনবিএসটিসির এমন অস্থায়ী কর্মীদের মধ্যে। এনবিএসটিসি সূত্রে খবর, পুজোর আগে চালু হচ্ছে স্মার্ট কার্ড।

দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে সরব পরিবহণ সংস্থাটির অস্থায়ী কর্মীরা। এই দাবি বৃহস্পতিবার কিছুটা মেনে নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ। এদিন কোচবিহারের সার্কিট হাউসে সংস্থার ২৩৫তম বোর্ড মিটিং হয়। বৈঠক শেষে বোর্ডের বিভিন্ন সদস্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন পার্থপ্রতিম। তিনি বলেন, ‘নিগমের হাজারের উপর অস্থায়ী কনডাক্টর ও মেকানিক রয়েছেন। বর্তমানে তাঁরা সাড়ে ১৩ হাজার টাকা করে পান। আমরা তাঁদের বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার জানিয়েছি। খুব শীঘ্রই তাঁদের বেতন বাড়ানো হবে বলে রাজ্যের তরফে সবুজ সংকেত পেয়েছি। তবে, ওই বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাঁরা ইচ্ছা হলে মাসে আড়াই থেকে সাড়ে ৩ হাজার টাকা বেতনের সঙ্গে অগ্রিম হিসেবে নিতে পারবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *