NBSTC | ৮ রুটে বেসরকারিকরণ, এনবিএসটিসির টিকিট বিক্রি করবে এজেন্সি

NBSTC | ৮ রুটে বেসরকারিকরণ, এনবিএসটিসির টিকিট বিক্রি করবে এজেন্সি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শমিদীপ দত্ত, শিলিগুড়ি: এবার কি বেসরকারিকরণের পথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) (NBSTC) শিলিগুড়ি ডিভিশন? একটি নির্দেশিকাকে কেন্দ্র করে এই প্রশ্ন এখানকার কর্মীদের মধ্যে। শিলিগুড়ি থেকে বিভিন্ন রুটে ১১টি বাস পরিষেবার ক্ষেত্রে টিকিট বিক্রির দায়িত্ব এজেন্সির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বেসরকারিকরণের হাওয়াও গতি পাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল নিগম? নতুন করে কর্মী নিয়োগ না হওয়া বা কর্মীসংকট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যা কার্যত স্বীকার করে নিয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলছেন, ‘কর্মীসংকটের একটা কারণ তো রয়েইছে। তাছাড়াও টেন্ডারের মাধ্যমে টিকিট সেলিং এজেন্সির হাতে বাস সার্ভিসগুলি দেওয়ায় আমাদের একটা স্থায়ী আয়েরও ব্যবস্থা হচ্ছে।’ নিগম সূত্রে খবর, শিলিগুড়ি-কোচবিহারের দুটি এসি বাস পরিষেবা ছাড়াও শিলিগুড়ি-হিলি, শিলিগুড়ি-তারাপীঠের মতো বেশ কয়েকটি পরিষেবার ক্ষেত্রে টিকিট বিক্রির দায়িত্ব যাচ্ছে এজেন্সির হাতে।

অস্থায়ীদের স্থায়ীকরণ এবং কর্মী নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে করছে এনবিএসটিসির কর্মী সংগঠনগুলি। কিন্তু ওই দাবি বাস্তবের মুখ দেখেনি। এরই মধ্যে টিকিট বিক্রির দায়িত্ব এজেন্সির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তা নিয়ে অসন্তোষ দানা বেধেছে সংগঠনগুলির মধ্যে। বাম প্রভাবিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য তুফান ভট্টাচার্য বলছেন, ‘আমরা প্রথম থেকেই বেসরকারিকরণের আশঙ্কা করে এসেছি। যা ধীরে ধীরে এখন সত্যি হচ্ছে। আসলে এই সরকার গরিব শ্রমিকদের পক্ষে নেই। ভবিষ্যতে সমস্ত রুটই এজেন্সির হাতে চলে যাবে।’ নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর সরকারের বক্তব্য, ‘সরকারের নীতিতেই নিগম চলছে। তবে সরকার যা করবে, সেটা ভালোই হবে। আশা রাখছি, পুজোর আগে কর্মী নিয়োগ হবে। অন্যথায় তো আমাদের পুরো জনপরিষেবা বন্ধ হয়ে যাবে।’

শুধু সাধারণ কর্মীসংকট নয়, আধিকারিকদের সংখ্যাও কমছে। ২৯ অগাস্ট শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার পদে থাকা এক অফিসার অবসর নেবেন। কিন্তু এখনও স্পষ্ট নয় ওই দায়িত্ব কাকে দেওয়া হবে। জানা গিয়েছে, আধিকারিকশূন্য হতে থাকায় রাজ্যের পরিবহণ সচিবের দ্বারস্থ হয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ। তবে এখনও সেখান থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এর মধ্যে শিলিগুড়ি থেকে একাধিক রুটের টিকিট বিক্রির দায়িত্ব এজেন্সির হাতে যেতে বসায়, বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, বাসের চালক নিগমের থাকলেও, টিকিট বিক্রির জন্য কনডাক্টর নিয়োগ করবে সংশ্লিষ্ট এজেন্সি। উল্লেখ্য, নিগমের অন্যান্য ডিভিশনের বিভিন্ন রুটের বাস পরিষেবায় টিকিট বিক্রির দায়িত্ব এজেন্সির হাতে ইতিমধ্যে চলে গিয়েছে। ব্যতিক্রম ছিল শিলিগুড়ি ডিভিশন। এবার এখানেও হাত পড়ল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *