নকশালবাড়ি: চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার এনিয়ে নকশালবাড়ি (Naxalbari) থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রোগীর পরিজনরা। এদিন সকাল ১০টা নাগাদ নকশালবাড়ির বিজয়নগরের বাসিন্দা ২৭ বছরের সুবীর লাকরাকে জ্বর, পেট খারাপ নিয়ে ভর্তি করা হয়। এদিন বিকেলেই তাঁর মৃত্যু হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা।
মৃতের ভাই প্রীতম লাকরা জানান, রেফার করার দুই মিনিট পরে দাদাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। চিকিৎসক রক্তাল্পতা ও সুগারের কারণে মৃত্যুরর কথা বললেও পরিজনদের দাবি চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।