Naxalbari | মেচির জলে ভেসে ধানখেতে আটকে গেল হাতির শাবক, বন দপ্তরের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার  

Naxalbari | মেচির জলে ভেসে ধানখেতে আটকে গেল হাতির শাবক, বন দপ্তরের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার  

ব্লগ/BLOG
Spread the love


নকশালবাড়ি: টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই জঙ্গল থেকে হাতি, গন্ডার সহ বহু বণ্যপ্রাণীর জলের তোড়ে ভেসে আসার দৃশ্য সামনে এসেছে। এবার মেচি নদীর (Mechi river) জলেও ভেসে গেল তিনটি শাবক। অন্যদিকে, নকশালবাড়ির (Naxalbari) ঝাপুজোত এলাকাতেও আটকেও পড়ে একটি হাতির শাবক (Child elephant)।

জানা গিয়েছে, রবিবার সকালে নেপালের বামুনডাঙ্গি হয়ে ভারতের কলাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করতেই হাতির পালের সঙ্গে থাকা একটি শাবক নদীর জলে ভেসে যায়। শেষে নকশালবাড়ির মণিরামের ঝাপুজোত এলাকায় ধানখেতে আটকে পড়ে হাতির শাবকটি। এরপরই স্থানীয়রা দ্রুত বন দপ্তরকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই টুকরিয়া ঝাড় বনাঞ্চল এবং পানিঘাটা কলাবাড়ি বনাঞ্চলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতির শাবকটিকে ধরার জন্য জাল পাতা হয় ধানখেতে। অবশেষে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় হাতির শাবকটি বনকর্মীদের জালে ধরা পড়ে। হাতির শাবকটিকে দেখতে স্থানীয়রা এলাকায় ভিড় জমিয়েছিলেন।

উল্লেখ্য, এদিন সকালে জলঢাকার জলস্তর বাড়ার ফলে জলপাইগুড়ি জেলার রামসাইয়ের কামারঘাট এলাকাতেও আটকে পড়েছিল একপাল হাতি। আশেপাশের এলাকাগুলিতে জলের স্রোতে গন্ডার ভেসে আসার দৃশ্যও সামনে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *