Naxal commander killed | মাথার দাম ছিল ১০ লক্ষ, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত শীর্ষ নকশাল কমান্ডার

Naxal commander killed | মাথার দাম ছিল ১০ লক্ষ, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত শীর্ষ নকশাল কমান্ডার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল শীর্ষ নকশাল কমান্ডারের। নিহতের অমিত হাঁসদা ওরফে আপ্তান। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দা বনে ঘটনাটি ঘটেছে। এদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ দল অভিযান শুরু করে। বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর মাওবাদীরা তাঁদের দিকে গুলি চালায়। শুরু হয় গুলির লড়াই। পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে বেশ কয়েকটি সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাঁসদা ওয়ান্টেড ছিলেন এবং তাঁর মৃত্যু মাওবাদী দমনে বড় সাফল্য। এই অঞ্চলে বিভিন্ন হামলার পেছনে ছিল তাঁর মাথা। সেকারণে নিরাপত্তা সংস্থাগুলির নজরে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে এদিন সারান্দা বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই মাওবাদীর মৃত্যু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *