Nawsad Siddiqui | জামিনে মুক্ত নওশাদ, প্রিয় নেতা ফিরতেই আদালত চত্বরে উচ্ছ্বাসে মাতলেন ISF সমর্থকেরা

Nawsad Siddiqui | জামিনে মুক্ত নওশাদ, প্রিয় নেতা ফিরতেই আদালত চত্বরে উচ্ছ্বাসে মাতলেন ISF সমর্থকেরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুলিশকে আক্রমণ, সরকারি কাজে বাধা! এই অভিযোগে ধর্মতলা থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui) সহ আরও ৯৫ জনকে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জামিন পেলেন নওশাদ সহ বাকি ৯৫ জনও। এদিন ব্যাঙ্কশাল আদালত তাঁদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে। নওশাদ জামিন পেতেই আদালতের বাইরে উৎসাহী সমর্থকেরা মেতে ওঠেন উল্লাসে।

এসআইআর, ওয়াকফ আইন বাতিলের ফলে হয়রানির শিকার হচ্ছেন রাজ্যের মানুষ। এরই প্রতিবাদে বুধবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ধর্মতলায় ধর্না শুরু করেন আইএসএফ সমর্থকেরা। অভিযোগ, ধর্না মঞ্চ নিয়ে আপত্তি তুলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন নওশাদ। তুমুল বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। বচসা চলাকালীন নওশাদ ঘুষি মারেন এক পুলিশকর্মীকে। সঙ্গে সঙ্গে সেই পুলিশ কর্মী মাটিতে পড়ে যান। যা নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। এভাবে বিনা অনুমতিতে মিছিল, সরকারি কাজে বাধা এবং পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে প্রথমে আটক করা হয় নওশাদকে। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হেয়ার স্ট্রিট থানার পুলিশ নওশাদ-সহ ৮৪ জনকে এবং বউ বাজার থানার পুলিশ (Police) ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এদিন ব্যাঙ্কশাল আদালত ধৃতদের শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছে। প্রথমে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় নওশাদ সহ প্রত্যেককে। পরে পরে সেই বন্ড মকুব করে দেওয়া হয়েছে।

এদিকে নওশাদ জামিন পেতেই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন আইএসএফ সমর্থকেরা (ISF)।  তাঁরা বলেন, ‘ষড়যন্ত্র ব্যর্থ করেছে জনগণ। গোটা বিভাগ দায়ী নয়। ভাইজানকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। তবে সব পুলিশ খারাপ নয়, কয়েকজন গুণ্ডামি করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *