উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পথে হেঁটেই এবার ব্রাজিল, চিন ও ভারতকে হুঁশিয়ারি দিল ন্যাটো। দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে উদ্যোগী না হয় তাহলে রাশিয়ার ওপর ১০০% শুল্ক জারি করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির ওপর সেকেন্ডারি ট্যারিফ বসানোর হুমকিও দিয়েছিলেন তিনি। এবার কার্যত সেই পথেই হাঁটার কথা জানালেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। ন্যাটোর মহাসচিব বলেন, ‘ব্রাজিল চীন ও ভারত সহ কোন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে তাদের ওপর কঠোর নিরাপত্তা নিষেধাজ্ঞা জারি করা হবে।’ তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পুতিনকে ফোন করে কার্যকরী শান্তি আলোচনায় উদ্যোগী হওয়ার আহ্বান জানাতে বলেছেন।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ঠেকাতে এর আগে বেশ কয়েকবার উদ্যোগী হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার উদ্যোগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠক হয়েছে। কিন্তু যুদ্ধবন্দি বিনিময় ছাড়া সেই বৈঠক থেকে কোন সিদ্ধান্ত উঠে আসেনি। বরং দুই দেশই সাধ্যমত পরস্পরের উপর হামলা চালিয়ে গিয়েছে। এবার রাশিয়াকে যুদ্ধবিরতি নিয়ে কার্যকরী আলোচনায় বসার জন্য চাপ সৃষ্টি করতে চলেছে ইউরোপিয়ান দেশগুলি। ইউক্রেনকে ,সমস্ত রকম অস্ত্র সরবরাহ করেও রাশিয়াকে বাগে আনতে না পেরে এবার বিশ্বব্যাপী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ফেলতে চাইছে ন্যাটো। ভারত রাশিয়ার থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কিনে থাকে। ফলে দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয় ভারতের পক্ষে। এই পরিস্থিতিতে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপলে সমস্যায় পড়তে পারে মোদি সরকার।