উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় জায়গা করে নিল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এছাড়াও এই তালিকায় রয়েছে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর এবং মুম্বই। অন্যদিকে, সবচেয়ে কম নিরাপদ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচিকে।
‘ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন উইমেন’স সেফটি (NARI) 2025’ শীর্ষক একটি জাতীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ভারতের ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার ওপর চালানো এই সমীক্ষাটির ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, মহিলাদের জাতীয় নিরাপত্তার স্কোর (nationwide security rating) ৬৫ শতাংশ। কোহিমার মতো শীর্ষস্থানীয় শহরগুলি উন্নত পরিকাঠামো, পুলিশি ব্যবস্থা, নাগরিক অংশগ্রহণ এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ভালো ফল করেছে। অন্যদিকে, পাটনা ও জয়পুরের মতো পিছিয়ে থাকা শহরগুলিতে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং পরিকাঠামোগত ঘাটতি দেখা গেছে।
সমীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০ জন মহিলার মধ্যে ৬ জন নিজেদের শহরে নিরাপদ মনে করেন, তবে ৪০ শতাংশ মহিলা নিজেদের তেমন নিরাপদ মনে করেন। কর্মক্ষেত্রে প্রায় ৯১ শতাংশ মহিলা নিরাপদ বোধ করলেও, অর্ধেকই জানেন না যে তাঁদের কর্মক্ষেত্রে ‘পশ’ (POSH-Prevention of Sexual Harassment) সংক্রান্ত নীতি আছে কিনা। এই সমীক্ষা অনুযায়ী মাত্র ২৫ শতাংশ মহিলা মনে করেন যে, কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে। ২০২৪ সালে ৭ শতাংশ মহিলা প্রকাশ্যে হয়রানির শিকার হয়েছেন। ২৪ বছরের কম বয়সী মহিলাদের মধ্যে এই হার ১৪ শতাংশে পৌঁছেছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় এলাকা (৩৮%) এবং গণপরিবহনকে (২৯%) হয়রানির ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, মাত্র এক-তৃতীয়াংশ মহিলা তাঁদের সঙ্গে ঘটে যাওয়া হয়রানির ঘটনা রিপোর্ট করেন। অর্থাৎ বেশিরভাগ ঘটনাই প্রকাশ্যে আসে না।