উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন মণিপুর থেকে সরাসরি কলকাতা পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামীকাল ফৌর্ট উইলিয়ামে অনুষ্ঠানে তিন বাহিনীর পদস্থ অফিসাররা থাকবেন। থাকবেন তিন বাহিনীর প্রধান, সিডিএস অনিল চৌহানও। প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছেই উঠেছেন রাজভবনে। তার আগে থেকেই এসপিজির কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে রাজভবনকে। কলকাতা পুলিশের অফিসাররা গোটা চত্বর পরিদর্শন করেছেন। রবিবার রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী।
সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয় ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠান। মূলত প্রতিরক্ষাক্ষেত্রে রূপান্তর ও পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে। তিন বাহিনীর মধ্যে আরও গভীর সমন্বয় গড়ে তোলা, প্রয়োজনে বাহিনীগুলিতে কাঠামোগত সংস্কারের প্রসঙ্গও আলোচিত হবে।
কয়েকদিন আগেই মেট্রোর উদ্বোধনে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। এত দ্রুত ফের একবার প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখাতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল যথেষ্টই। বিমানবন্দর থেকে কনভয় এগোতেই ভিড়ের কারণে থামতে হয়। গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী।