Narendra Modi | ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে….’, ইউনূসকে চিঠি মোদির, উত্তর দিলেন প্রধান উপদেষ্টাও

Narendra Modi | ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে….’, ইউনূসকে চিঠি মোদির, উত্তর দিলেন প্রধান উপদেষ্টাও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) চিঠি লিখে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ৪ মে লেখা ওই চিঠিতে ইদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের জনগন ও সরকারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন, ‘ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ইদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দিয়ে জানান, ‘ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের প্রতীক এই উৎসব।’   একই সঙ্গে ইউনূসের সুসাস্থ্য কামনা করেছেন মোদি।

৬ জুন এই চিঠির পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউনূস। তিনি প্রধানমন্ত্রী মোদীকে তার বার্তার জন্য ধন্যবাদ জানান। ইউনূস তার চিঠিতে লিখেছেন, ‘ইদুল আজহা সম্প্রদায়গুলিকে একত্রিত করে…এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর সুবিধার জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রাণিত করে।’ ইউনূস ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করি।’

দুই দেশের প্রধানদের মধ্যে পরষ্পরকে শুভেচ্ছা জানানোর এই ঘটনা এমন সময় ঘটেছে, যখন নানা কারণে ভারত ও বাংলাদেশের মধ্যের সম্পর্ক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে নানা কারণে বিরোধ বেঁধেছে ভারতের। বরং চিরশত্রু পাকিস্তান ও চিনের সঙ্গে সখ্য বাড়িয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে মোদি-ইউনূসের পারষ্পরিক চিঠি চালাচালি দুই দেশের সম্পর্কের মধ্যে খোলা হাওয়া আনতে পারে কিনা সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *