উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৯ জন। জখম ১৭১। ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ-৭ বিজিআই (F 7 BGI) একটি স্কুলের উপর আছড়ে পড়ে। এতে বিমানের পাইলটের যেমন মৃত্যু হয়েছে তেমনি বাকিদের মধ্যে সকলেই নাবালক পড়ুয়া। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সোশ্যাল মিডিয়া পোস্টে মোদির বার্তা, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, ’এই শোকের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল রকম সহায়তা দিতে প্রস্তুত।’
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও (Muhammad Yunus)। শোক বার্তায় তিনি বলেছেন, ‘রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। বাংলাদেশের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে বায়ুসেনার তরফে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।