উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সূত্রের খবর, আসন্ন ব্রিকস ফোরামে এই শুল্ক নীতির বিরুদ্ধে একটি যৌথ ও সম্মিলিত প্রতিক্রিয়া জানানোর লক্ষ্যেই এই ফোনালাপ। এক ঘণ্টার এই কথোপকথনে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেন।
জানা গিয়েছে, ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি গত মাসে ব্রাজিল সফরের কথা তুলে ধরেন, যেখানে দুই দেশের মধ্যেকার বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে সম্মত হয়েছিল দুই পক্ষ। এদিন দুই রাষ্ট্রনেতা ভারত-ব্রাজিল পারস্পারিক কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই প্রসঙ্গে এক্স-এ (পূর্বের টুইটার) করা একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি জানান, প্রেসিডেন্ট লুলার সঙ্গে তাঁর একটি “গঠনমূলক” আলোচনা হয়েছে। এর আগে, ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ব্রিকসের একটি সম্মিলিত প্রতিক্রিয়া তৈরির লক্ষ্যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছেন লুলা। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এই বিষয়ে ব্রাজিলের সার্বভৌমত্ব ও উন্নয়ন অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং এই ধরনের শুল্ককে “অস্থিতিশীল” বলেও আখ্যা দিয়েছেন।
এর আগেও প্রেসিডেন্ট লুলা ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, “ট্রাম্প কথা বলতে চান না”। বরং তিনি ব্রিকসের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে একটি জোটবদ্ধ প্রতিক্রিয়া গড়তে আগ্রহী বলেও জানিয়েছিলেন লুলা। এদিন তিনি আরও জানান, ব্রাজিল তার স্বার্থ রক্ষার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করবে।