Narendra Modi | ‘পুতিনকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি’, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর বললেন মোদি

Narendra Modi | ‘পুতিনকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি’, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর বললেন মোদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এমনকি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্রি সংক্রান্ত আলোচনা স্থগিত করারও হুমকি দিয়েছেন। রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে এবং রাশিয়াকে যুদ্ধে ‘সাহায্য’ করে চলেছে। সে কারণে এই শুল্ক বৃদ্ধির ঘোষণা বলেও জানিয়েছেন তিনি। এই আবহে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে রাশিয়া ও চিনের মতো দেশের। রাশিয়া ভারতের বরাবরের বন্ধু। কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের কারণে সেই সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে। এদিন সেই ইঙ্গিতই আরও জোরাল হল ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফোনালাপে। মোদি নিজেই সমাজমাধ্যমে সেই ফোনালাপের কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল কথোপকথন হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানানোর জন্য ওঁকে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অঝিত দোভাল। রাশিয়ার এক সংবাদসংস্থা দোভালকে উদ্ধৃত করে জানায় অগাস্টেই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে কবে, সেই তারিখ স্পষ্ট করা হয়নি। তারপরই এদিন পুতিনের সঙ্গে মোদির কথা হয়। সূত্রের খবর, সর্বোতোভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগেই জানিয়েছিলেন, ‘আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলির অবশ্যই তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *