নয়াদিল্লি: তৃতীয়বার মোদি সরকার তৈরির পর থেকে গত ১০ মাসে এখনও পর্যন্ত একবারও কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল করা হয়নি। কিন্তু নতুন বিজেপি সভাপতি নির্বাচন এবং বিহারে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মোদি মন্ত্রীসভায় রদবদলের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ তেমনই ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁদের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে ওই বৈঠকের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক বসেছিল। দীর্ঘক্ষণ ধরে চলা ওই বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো প্রমুখ।
সূত্রের খবর, ১৯ এপ্রিলের পর কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা প্রবল। অন্তত দুজন নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন। তাঁদের মধ্যে একজন বিহারের, অপরজন তামিলনাডুর নেতা হতে পারেন। অপর একটি সূত্রের মতে, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খাট্টারকে বিজেপি সভাপতি করা হতে পারে। সেক্ষেত্রে তাঁর জায়গায় কাকে মন্ত্রীসভায় আনা হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে। বিহারে যেহেতু চলতি বছরের শেষলগ্নে ভোট, তাই সেই রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় আরও একজনকে নেওয়া হতে পারে। সূত্রের বক্তব্য, ‘কী হবে তা এখন বলা মুশকিল। কিন্তু কিছু তো অবশ্যই হবে।’ বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, ১৯ এপ্রিল বা তার পরের সপ্তাহে কেন্দ্রে রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। তামিলনাডুর সদ্যপ্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইকেও মন্ত্রীসভায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।