Narendra Modi | জাপান সফরে প্রধানমন্ত্রী মোদি, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করার উদ্যোগ!

Narendra Modi | জাপান সফরে প্রধানমন্ত্রী মোদি, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করার উদ্যোগ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনার আবহে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দুই দিনের বার্ষিক দ্বিপাক্ষিক সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সফরের আগেই জাপানের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, আগামী এক দশকে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে জাপান ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পরিবেশ এবং ওষুধের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে কেন্দ্র করে হবে।

সফর শুরুর আগে প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, “আমরা আমাদের সহযোগিতাকে নতুন দিগন্তে নিয়ে যেতে, আমাদের অর্থনৈতিক ও বিনিয়োগের সম্পর্ককে প্রসারিত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরসহ নতুন ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে সচেষ্ট থাকব।”

এই সফরে প্রধানমন্ত্রী মোদি টোকিওর ইলেকট্রন ফ্যাক্টরি এবং সেন্দাই-এর টোহোকু শিনকানসেন প্ল্যান্টও পরিদর্শন করবেন, যেখানে বুলেট ট্রেনের কোচ তৈরি করা হয়। প্রধানমন্ত্রী মোদি এই সফরে ভারতের বুলেট ট্রেন প্রকল্পে টোকিওর অংশগ্রহণ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহী ভারত। ভারতীয় নৌবাহিনী এবং জাপানি মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স-এর যৌথ উদ্যোগে, ভারতে জাহাজ রক্ষণাবেক্ষণের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সফরে। জাপান সফর শেষে প্রধানমন্ত্রী মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে চিনের তিয়েনজিনে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *