উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১ সপ্তাহ হয় আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথের সঙ্গে সঙ্গেই এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কথা বলাটা বাকি ছিল। এবার সেটাও সেরে ফেললেন মোদি। সোমবার ‘বন্ধু’ ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে শুধু রথ দেখাই নয়, কৌশলে কলা বেচাটাও সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানা না গেলো এটুকু খবর মিলেছে, দুই রাষ্ট্রপ্রধান বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন। এদিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, ‘মার্কিন মসনদে দ্বিতীয় অধ্যায়ের জন্য ট্রাম্পকে অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
Delighted to talk with my pricey good friend President @realDonaldTrump @POTUS. Congratulated him on his historic second time period. We’re dedicated to a mutually helpful and trusted partnership. We are going to work collectively for the welfare of our individuals and in direction of international peace, prosperity,…
— Narendra Modi (@narendramodi) January 27, 2025
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে বরাবরই বিশেষ সম্পর্ক রয়েছে মোদির। ২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে এসেছিলেন ট্রাম্প। গুজরাটের মোতেরাতে মোদির নামাঙ্কিত পুনর্নির্মিত স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। সেবার ট্রাম্পকে স্বাগত জানাতে ভারতের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ সভার আয়োজন করে ট্রাম্প প্রশাসনও। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়ে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন মোদি। এবার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছেন ট্রাম্প। শপথও নিয়ে নিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি পদে। এখনও পর্যন্ত যা খবর, তাতে কোয়াড সামিট ভারতে হলে এই বছরই হয়তো ফের ভারতে পা রাখবেন ট্রাম্প। তবে সেসব সম্ভাবনাকে পাশে রেখে নিজের ‘বন্ধু’র সঙ্গে পুরনো সম্পর্কটা ফের একবার ঝালিয়ে নিলেন মোদি।