সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষদিনে নিষ্পত্তি হল সিরি আ’র। গোটা মরশুম জুড়ে দাপট বজায় রেখেছিল নাপোলি ও ইন্টার মিলান। শেষ ম্যাচে জয় পেল দু’দলই। কিন্তু মাত্র এক পয়েন্টের ব্যবধানে ইটালির সেরা হল মারাদোনার পুরনো ক্লাব নাপোলি। শেষ ম্যাচে জয়ের নায়ক স্কট ম্যাকটমিনে ও রোমালু লুকাকু। ঘটনাচক্রে দুজনেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘বাতিল’।
৩৮তম ম্যাচে নামার আগে নাপোলির পয়েন্ট ছিল ৭৯, অন্যদিকে ইন্টার দাঁড়িয়েছিল ৭৮ পয়েন্টে। অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইন্টারকে জিততেই হত। কিন্তু পয়েন্ট হারাতে হত নাপোলিকে। কোমোকে ২-০ ব্যবধানে ইন্টার হারাল ঠিকই, কিন্তু আন্তোনিও কন্তের দলকে আটকাতে পারেনি ক্যাগলিয়ারি। ৪২ মিনিটে দুরন্ত ভলিতে নাপোলিকে এগিয়ে দেন ম্যাকটোমিনে। টুর্নামেন্টের সেরা প্লেয়ারও তিনি। ৫১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লুকাকু। ২-০ ব্যবধানে জিতে সিরি আ খেতাব নিশ্চিত করে নাপোলি। ২০২২-২৩ মরশুমেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মারাদোনার পুরনো ক্লাবের এটা চতুর্থ স্কুডেটো।
শেষ ম্যাচে জিতল ইন্টারও। কোমোর বিরুদ্ধে দুটি গোল করেন স্টেফান ডে ভ্রায় ও জোয়াকিন কোরেয়া। লাল কার্ড দেখেন কোমোর গোলকিপার পেপে রেইনা। যিনি এদিনই কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন। কিন্তু ইন্টার থামল ৮১ পয়েন্টে, নাপোলির থেকে এক পয়েন্ট পিছনে। তবে সিমিওনে ইনজাঘির দলের কাছে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে।
মরশুমের শুরুতে আটালান্টার চ্যাম্পিয়নের দৌড়ে ছিল। কিন্তু ক্রমশ পিছিয়ে তারা এখন তৃতীয় স্থানে। ইটালি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের দৌড়ে চতুর্থ থেকে ষষ্ঠ স্থানের মধ্যে রয়েছে জুভেন্টাস, রোমা ও লাজিও।
CHAMPIONS OF ITALY! 🏆🇮🇹#4PARTHENOPE #SCUDETTONAPOLI pic.twitter.com/hWo8bTGXqy
— Lega Serie A (@SerieA_EN) May 23, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন