Naples Earthquake | ভূমিকম্পে বিপর্যস্ত ইটালির নেপলস, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর

Naples Earthquake | ভূমিকম্পে বিপর্যস্ত ইটালির নেপলস, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল ইটালির (Italy) নেপলস (Naples Earthquake) শহর। হুড়মুড়িয়ে ভাঙল বাড়িঘর। স্থানীয় সময় বুধবার রাত ১টা ২৫ মিনিট নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। নেপলসের পজুওলি শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ৪.৪ মাত্রার ভূমিকম্পে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে সাধারণ মানুষের। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের একাধিক এলাকা। বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বহু মানুষ ছাদ হারিয়ে পথে আশ্রয় নিয়েছেন। ইটালির আবহাওয়া বিভাগ বলছে, গত ৪০ বছরের মধ্যে এটাই নেপলসের ভয়াবহ ভূমিকম্প। একই কথা জানিয়েছে মার্কিন ভূতাত্বিক সমীক্ষা সংস্থা। পজুওলি, বাগনোলি এবং বাকোলি মূলত এই তিনটি শহর কম্পনে বিপর্যস্ত হয়েছে। বাকোলির মেয়র জোসি জেরার্ডো ডেলা বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, প্রশাসন জোর তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *