Nandita-Shiboprosad’s Home windows manufacturing introduced Bhanupriya Bhooter Lodge

Nandita-Shiboprosad’s Home windows manufacturing introduced Bhanupriya Bhooter Lodge

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে নাকি উইন্ডোজ-এর সোশাল মিডিয়া পেজ হ্যাকারদের কবলে চলে গিয়েছিল। নেটপাড়ায় তা নিয়ে শোরগোল কম হয়নি! এবার বিকেল হতেই ধোঁয়াশা কাটল। আসলে নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থার অফিশিয়াল পেজ গিয়েছিল ভূতেদের দখলে! কীভাবে? প্রযোজক-পরিচালক নিজেই খোলসা করে দিলেন।

আসলে উইন্ডোজ-এর ঘরে এবার ভূতুড়ে আড্ডা বসতে চলেছে। নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনায় প্রথমবার হরর জঁরের সিনেমা তৈরি হতে চলেছে। যার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নন, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে সিনেমার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Lodge)। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। ২৩ জানুয়ারি প্রাথমিক পোস্টারও প্রকাশ্যে এল সেই ছবির। পুরোদমে চলছে প্রি-প্রোডাকশন। চলতি বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং। কাস্টিংয়ে বড় চমক থাকতে পারে! 

অরিত্র মুখোপাধ্যায় জানালেন, “২০২৫ সালের বড়দিনে আসছে আমার চতুর্থ ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। হরর কমেডি নিয়ে এই প্রথম কাজ করব। মে-জুন মাস নাগাদ শুটিং শুরু হবে। জোরকদমে এখন চলছে প্রি-প্রোডাকশানের কাজ। আমি ও আমার গোটা টিম বছরের শুরু থেকেই যুদ্ধে নেমে পড়েছি। লোকেশন রেইকিও প্রায় শেষের পথে। আশা করি, এবারেও বরাবরের মতো দর্শকরা আমরা পাশে থাকবেন।” চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *