উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নখ বড় করার শখ থাকে অনেকেরই (Nails)। কিন্তু পরিবেশ দূষণ, দৈনন্দিন কাজকর্মের ফলে সেই নখ ভেঙে যায়। আর একবার নখ ভাঙলে তা সহজে গজাতে চায় না। এরম সমস্যা রয়েছে অনেকেরই। তবে কয়েকটি ঘরোয়া উপাদানেই এই সমস্যার সমাধান হতে পারে। জেনে নিন সেগুলি…
নারকেল তেল
রোজ রাতে ঘুমোনোর আগে ঈষদুষ্ণ নারকেল তেল দিয়ে নখের উপর মাসাজ করুন। নারকেল তেল ভিটামিন-ই সমৃদ্ধ, যা অ্যান্টিঅক্সিড্যান্টের একটি উৎস। ফলে নখের স্বাস্থ্যের যত্ন নিতে সক্ষম।
ডিমের খোসা
ডিমের খোসায় থাকা ক্যালশিয়াম নখকে মজবুত করতে সাহায্য করে। ডিমের খোসা পরিষ্কার করে পিষে নিন। অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটি নখে মেখে মিনিট দশেক রেখে দিন। এতে নখ শক্তিশালী হবে ও বৃদ্ধিও হবে।
লেবুর রস
নখের দ্রুত বৃদ্ধির জন্য লেবুর রসের সাহায্য নিতে পারেন। এক টুকরো লেবু নিয়ে দিনে অন্তত একবার পাঁচ মিনিট ধরে হাত এবং পায়ের নখে ঘষুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসের ভিটামিন সি নখকে দ্রুত বাড়তে সাহায্য করবে এবং পরিষ্কার ও ব্যাক্টেরিয়ামুক্ত রাখবে।
মধু
ব্যাকটিরিয়া এবং ছত্রাকের সঙ্গে মোকাবিলা করতে পারে মধু। পাশাপাশি নখ এবং ত্বকে পুষ্টির জোগান দেয়। দুই চা চামচ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নখে মেখে রাখুন। ১৫-২০ মিনিট মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।