Nagrakata | ৫ বিঘা জমির ফসল নষ্ট করল হাতির পাল, মাথায় হাত চাষিদের  

Nagrakata | ৫ বিঘা জমির ফসল নষ্ট করল হাতির পাল, মাথায় হাত চাষিদের  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নাগরাকাটা: হাতির পাল লন্ডভন্ড করে দিল অন্তত ৫ বিঘা জমির প্রায় পরিণত হয়ে ওঠা ধান। উপড়ে ফেলে দিল বেশ কিছু সুপারি গাছও। ঘটনাটি ঘটে নবমীর রাতে নাগরাকাটার লালঝামেলা বস্তিতে। অন্তত ৩০ টি হাতির একটি পাল সেসময় ভুটান সীমান্তের ওই গ্রামে হানা দেয়।

এদিন মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার কারণে খেত পাহারাদারিতে থাকা চাষিরা যে যার বাড়িতে চলে গিয়েছিল। এই সুযোগে বিনা বাধায় হাতির পাল ধানের জমি তছনছ করে দিয়ে যায়।  এতে মাথায় হাত পড়েছে সেখানকার পূর্ণ অধিকারী, বাবুলাল ওরাওঁদের মত চাষিদের।

ঘটনা প্রসঙ্গে পূর্ণ অধিকারী বলেন, ‘আর কিছুদিনের মধ্যেই পেকে যেত। তার আগে যেভাবে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, এখন কীভাবে ঘুরে দাঁড়াব জানা নেই। বাবুলাল বলেন, ‘প্রায় প্রতিদিনই হাতির পাল গ্রামে ঢুকছে। বন দপ্তরকে সমস্ত কিছু জানানো হয়েছে।’ ঘটনা প্রসঙ্গে ডায়না রেঞ্জ জানিয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। হাতির গতিবিধির প্রতি বন কর্মীরা সতর্ক নজর রেখে চলছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *