Nagrakata | প্রেসার কুকার নিয়ে চম্পট দিল হাতি! গোটা ঘটনায় হতবাক বনকর্মীরা

Nagrakata | প্রেসার কুকার নিয়ে চম্পট দিল হাতি! গোটা ঘটনায় হতবাক বনকর্মীরা

ব্লগ/BLOG
Spread the love


নাগরাকাটা: বয়াম ভেঙে বিস্কুট সাবাড় করে বনকর্মীদের রান্নার প্রেসারকুকার নিয়ে চম্পট দিল মাকনা হাতি (Elephant)! বুধবার সকালে এমনই আজব ঘটনা ঘটল মহানন্দা অভয়ারণ্যের ১০ মাইলের জঙ্গলে।

বনদপ্তর (Forest Division) সূত্রে জানা গিয়েছে, মহানন্দার দশ মাইল রেঞ্জের জঙ্গলের ওয়াচ টাওয়ার তিনজন করে বনকর্মী নজরদারির জন্য থাকেন। সেখানেই তাঁরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন। এদিন সকালে প্রাতরাশের খাবার তৈরির পর চা তৈরীর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎই একটি মাকনা হাতি দুলকি চালে এসে হামলা চালায়। সঙ্গে সঙ্গে  বনকর্মীরা তাঁদের নিজস্ব কৌশলে হাতিটিকে তাড়ানো শুরু করে। যদিও এরআগেই সেখানে রাখা প্রাতরাশের কিছু খাবার ও বিস্কুট খেয়ে প্রেসার কুকারটিকে মুখে নিয়ে সেটি জঙ্গলের দিকে রওনা দেয়।

এদিন বনকর্মীদেররা প্রাতরাশের জন্য যা কিছু তৈরি করেছিলেন সেই সব খাবার খেয়ে মুখে প্রেসার কুকার নিয়ে চম্পট দেয়। রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, ‘বিস্কুট খেয়েছে তা হয়তো মানা যায়। কিন্তু প্রেসার কুকার  নিয়ে যাওয়ার কারণ বুঝতে পারছি না। আশপাশে ফেলেও যায়নি প্রেসার কুকারটি। হয়তো দূরে কোথাও খুঁজলে পাওয়া যেতে পারে।’

উল্লেখ্য, বছরখানেক আগেও একবার এরকমই একটি হাতি ওই ওয়াচ টাওয়ারে হামলা চালিয়েছিল। সেবারও রান্নার সমস্ত বাসনপত্র চুরমার হয়ে যায়। এরপর রেঞ্জার নতুন করে প্রেসার কুকার সহ বাসনপত্র কিনে দেন। এদিনের ঘটনা দেখে হাসবেন নাকি কাঁদবেন কিছু বুঝে উঠতে পারছেন না বনকর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *