নাগরাকাটা: নাগরাকাটার এক নাবালিকাকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকারই এক তরুণের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই নাবালিকার পরিবারের তরফে ওই তরুণের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।
জানা গিয়েছে, ২৯ জুলাই ওই নাবালিকা স্কুলে যাওয়ার পথে এই অপহরণের ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এই ঘটনার বিহিত চেয়ে এলাকার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত মহাদেব মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বাস দেওয়ার পর এই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই বিষয়ে নাবালিকার পরিবার জানিয়েছে, পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বৃহত্তর হবে। এই প্রসঙ্গে নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার বলেন, “তদন্ত শুরু হয়েছে, যথাযথ প্রমান পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”