Nagrakata | দুয়ারে মাধ্যমিক, ডুয়ার্স চা বলয়ের পরীক্ষার্থীদের ‘টিপস’ দিলেন হেড এক্সামিনাররা

Nagrakata | দুয়ারে মাধ্যমিক, ডুয়ার্স চা বলয়ের পরীক্ষার্থীদের ‘টিপস’ দিলেন হেড এক্সামিনাররা

শিক্ষা
Spread the love


নাগরাকাটাঃ ফি বছরই মাধ্যমিকের ফলাফলের নিরিখে জলপাইগুড়ি জেলার ঠাঁই হয় তালিকার একদম শেষে। ডুয়ার্সের চা বলয়ের স্কুলগুলির হতাশজনক ফলই বারবার এর অন্যতম কারণ হিসেবে উঠে আসে। এবারে সেই ছবি পাল্টাতে চা বাগানের সুযোগ সুবিধা বঞ্চিত পরীক্ষার্থীদের, কীভাবে পড়াশোনা করলে আর হাতে গোনা কয়েকদিনের মধ্যে নিজেদের আরও উন্নত করা যাবে, সেই টিপস দিয়ে গেলেন জেলার হেড এক্সামিনাররা। সঙ্গে ছিলেন অন্যান্য অভিজ্ঞ শিক্ষকরাও। চা বলয়ের অন্যতম কোর এলাকা হিসেবে পরিচিত বানারহাটের বল্কা পরিমল হাইস্কুলে রবিবার আয়োজিত ওই কর্মসূচীটির উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস বলেন, পাশ করা নিয়ে চিন্তিত কিংবা ভাল ফল করতে ইচ্ছুক দুধরনের পরীক্ষার্থীরাই এদিনের শিবির থেকে যাতে উপকৃত হয় সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল।

সংশ্লিষ্ট সূত্রেই জানা গিয়েছে এদিন বাংলা ও হিন্দী উভয় মাধ্যমের পরীক্ষার্থীদের নিয়ে আলাদা করে শিক্ষকরা দিনভর আলোচনা করেন। চা বাগানের প্রায় ৫০০ পরীক্ষার্থী এতে অংশ নেয়। কোন অধ্যায় ভাল করে পড়তে হবে, সঠিক উত্তর লেখার কৌশল, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর, পরীক্ষকের কাছে একটি নিখুঁত উত্তরপত্র তুলে দেওয়ার পন্থা সহ আরও নানা খুঁটিনাটি বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। পরীক্ষার্থীদের নানা ধরনের প্রশ্নের উত্তর কিংবা তাঁদের ডাউট ক্লিয়ার করার ওপরও একটি সেশনের আয়োজন করা হয়।

শিক্ষা মহল জানাচ্ছে, ২০২৪ সালের মাধ্যমিকে গোটা রাজ্যে পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। সেখানে জলপাইগুড়িতে ওই পরিমান ছিল ৭৩ শতাংশ। ২০২৪ সালের বিভিন্ন স্কুলের পাশের হারের তথ্য বলছে, ডুয়ার্সের চা বলয়ের স্কুলগুলির ফলই এমন হতাশজনক পারফরম্যান্সের অন্যতম কারণ। কোথাও পাশের হার ছিল ৫০ শতাংশ, আবার কোথাও এর চাইতেও কম। যে কারণে চা বলয়ের পরীক্ষার্থীদের প্রাধান্য দিয়ে শাসকদলের শিক্ষক সংগঠন তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে চাইছে। এদিনের শিবির থেকে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে একটি করে কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *