Nabanna Abhijan | নবান্ন অভিযানে ‘আক্রান্ত’ পুলিশ! বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের ৭টি এফআইআর

Nabanna Abhijan | নবান্ন অভিযানে ‘আক্রান্ত’ পুলিশ! বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের ৭টি এফআইআর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার নবান্ন অভিযান ঘিরে (Nabanna Abhijan) আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে শুরু হয়েছিল পুলিশ। তাতেই ৫ পুলিশকর্মী আহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার বেশ কয়েকজন বিজেপি নেতাদের (BJP leaders) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল পুলিশ। মোট ৭টি এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ বাগচী সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে এই এফআইআর রুজু হয়েছে নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। পুলিশকে হুমকি দেওয়া ও কলকাতা হাইকোর্টের না মানার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে শোনা গিয়েছিল আগেই। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও কয়েকজন বিজেপি নেতার নামও।

নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। মিছিল রুখতে রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। মিছিল শুরু হতেই বাধা দেওয়া শুরু করে পুলিশ। তবে মিছিল পার্কস্ট্রিটে পৌঁছতেই পরিস্থিতির আরও অবনতি হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা। এরপরই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে আরজি করের নির্যাতিতার মা-ও আহত হন বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ দাবি করে, অভিযান চলাকালীন আহত হয়েছেন পাঁচজন পুলিশকর্মীও। আহত পাঁচ পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড। এই তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই জহরলাল নেহরু রোডে পুলিশের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে লালবাজার।  ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *