বহরমপুর: সদ্য কয়েক মাসের বিবাহিত জীবনে ইতি। বিবাহবিচ্ছেদ হতেই দুধ স্নানের অভিনব পথ বেছে নিলেন যুবক। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল লাগোয়া দৌলতাবাদ এলাকার ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন কান্ড দেখে হতবাক সকলে।
প্রতিবেশীরা বলেন, ‘আমরা সন্ধ্যার পর সকলে এলাকায় রকে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি ওই যুবক দুধ স্নান শুরু করেন। কারণ জিজ্ঞেস করতেই জানতে পারলাম, নিজের সদ্য কয়েক মাসের বিবাহিত জীবনে ইতি টেনেছেন ওই যুবক। শ্বশুরবাড়ির চাপে বিবাহবিচ্ছেদ হয়ে নিজেকে এদিন মুক্তি দিতে দুধ স্নানের এই অভিনব পথ বেছে নেন তিনি।’
জানা গিয়েছে, এলাকার এই এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। পরে পরিবারের অমতে দু’জনে পালিয়ে বিয়ে করেন। পরবর্তীতে মেয়ের পরিবার খোঁজখবর নিয়ে সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়েতে স্বীকৃতি দিলেও, অভিযোগ যুবকের শাশুড়ি মেয়েকে আর স্বামীর বাড়ি পাঠাননি। তরুণী ইচ্ছুক থাকলেও মায়ের বাধার কারণে স্বামীর ঘরে উঠতে পারেননি। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পরই সন্ধ্যায় দুধ ঢেলে নিজেকে ‘পাপমুক্ত’ বলে ঘরে প্রবেশ করেন যুবক। ওই যুবক বলেন, ‘একে অপরকে ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম। কিন্তু আমাদের দাম্পত্য জীবন শেষপর্যন্ত অভিশাপে পরিণত হয়। যে কারণে সবকিছু শেষ হয়ে গেল। নতুন কিছু শুরু করতে পাপমুক্ত হলাম।’