Murshidabad | শ্বশুরবাড়ির আড়ালে মাদকের ডেরা! মুর্শিদাবাদে বমাল গ্রেপ্তার মালদার যুবক

Murshidabad | শ্বশুরবাড়ির আড়ালে মাদকের ডেরা! মুর্শিদাবাদে বমাল গ্রেপ্তার মালদার যুবক

ব্লগ/BLOG
Spread the love


মুর্শিদাবাদ: এহেন শ্বশুরবাড়ি যেন বিরল। শ্বশুরবাড়িকে বেছে নিয়ে দিব্যি ডেরা বানিয়ে মাদক পাচারের অভিনব ছক ফাঁস করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। বমাল প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি মূল্যের মাদক সহ গ্রেপ্তার করা হল গুণধর জামাইকে। ধৃতের নাম শাহাজাহান শেখ।

মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) এলাকার বাসিন্দা ওই যুবক বিবাহসূত্রে বছর দুয়েক ধরে মুর্শিদাবাদে (Murshidabad) রয়েছে। অভিযোগ, লালগোলা (Lalgola) এলাকার চুয়াপুকুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাসের সূত্রে কার্যত মাদক কারবারের আস্তানা তৈরি করে ফেলে সে। ওপার বাংলায় কারবারিদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে মাদক পাচারে সিদ্ধহস্ত হয়ে ওঠে ওই যুবক। যুবকের খোঁজে ভগবানগোলার এসডিপিও বিমান হালদারের নেতৃত্বে লালগোলা থানার অফিসার ইনচার্জ অতনু দাস এলাকায় বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিযান শুরু করেন। এরপরই সেখান থেকে ৩০০ গ্রাম মাদক বাজেয়াপ্ত হয়। গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

এবিষয়ে এসডিপিও বিমান হালদার জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরা করে আরও অনেক তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *