লালবাগ: মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগের অভিজাত এলাকায় হানা দিয়ে মধুচক্রের (Honey Lure) পর্দাফাঁস করল পুলিশ। ৩ মহিলাকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার (Arrest) করা হয়েছে এজেন্ট, ম্যানেজার সহ ৩ জনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, কয়েকজন মহিলাকে আটকে রেখে দেহব্যবসা চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় পুলিশ। তিনজন মহিলাকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধৃত ম্যানেজার পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, টাকার বিনিময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহ ব্যবসা করানো হত। তাদের জেরা করে নানা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।