লালগোলা: পুলিশি অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করা হল একজনকে। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা (Lalgola)-র ঘটনা। ধৃতের নাম, জাহিরউদ্দিন মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসডিপিও বিমান হালদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী জাহিরউদ্দিন মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। এরপর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তোশকের মধ্যে তুলোর ভাঁজে থরে থরে সাজানো প্লাস্টিকের প্যাকেটে ৩৬৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ওই কারবারিকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। এবিষয়ে এসডিপিও বিমান হালদার বলেন, ‘গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছি।’ ঘটনার তদন্ত চলছে।