Murshidabad | মুহূর্তে ছিঁড়ল বহুতলের লিফটের তার! নিরাপত্তার গাফিলতিতে প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের 

Murshidabad | মুহূর্তে ছিঁড়ল বহুতলের লিফটের তার! নিরাপত্তার গাফিলতিতে প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের 

শিক্ষা
Spread the love


হরিহরপাড়া: ঋণের বোঝা কাঁধে নিয়ে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু সেখানে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant employee loss of life)। বহুতলে কাজ করার সময় লিফট ছিঁড়ে সটান নিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের।

জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আতা হোসেন শেখ (৫০)। বুধবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ ফোন মারফত পরিবারের লোকজনদের কাছে এসে পৌঁছতেই গভীর শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় (Murshidabad)।

স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগেই রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার জন্য একটি বেসরকারি ঠিকাদারি সংস্থার অধীনে চেন্নাইয়ের উদ্দেশে পাড়ি দেন আতা হোসেন। পরিবারে স্ত্রী সহ চার কন্যাসন্তান রয়েছে তাঁর। তাঁদের বিয়ে দেওয়া সহ বাড়িঘর তৈরির জন্য বাজার থেকে চড়া সুদে মোটা টাকা ঋণ নিয়েছিলেন আতা। গ্রামে কিছুদিন শ্রমিকের কাজ করার পরেও ঋণের সেই টাকা জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপরই চেন্নাই যাওয়ার মনস্থির করেন তিনি। সেখানকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানির নির্মীয়মান বহুতলে ছয়তলার উপর ঢালাইয়ের কাজ করার জন্য লিফটে করে উঠছিলেন তিনি। এমন সময় বিকট আওয়াজে লিফটের তার ছিঁড়ে সরাসরি মাটিতে এসে পড়েন। এরপর রক্তাক্ত অবস্থায় ওই পরিযায়ী শ্রমিককে সেখানকার ম্যানেজার সহ অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তির এমন মর্মান্তিকভাবে লিফটের তার ছিঁড়ে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী, কন্যা সহ অন্যান্য আত্মীয়রা। বর্তমানে তাঁর কফিনবন্দি দেহ বাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছে সকলে। স্থানীয় বিধায়ক নিয়ামত শেখ বলেন, ‘এই মৃত্যু খুবই মর্মান্তিক। আমরা মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থেকে সব রকম সহযোগিতা করব আগামী দিনে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *